IQNA

পোর্টল্যান্ডে ধর্মীয় কেন্দ্রে হামলাকারী গ্রেফতার 

21:21 - May 09, 2022
সংবাদ: 3471830
তেহরান (ইকনা): পোর্টল্যান্ডে ইহুদি ও মুসলমানদের ধর্মীয় স্থানের ক্ষতি করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি পোর্টল্যান্ডের সিনাগগ ও মসজিদে হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 
 
পুলিশ জানিয়েছে, মাইকেল ই. বিভিন্স নামে ওই ব্যক্তি বেভারটনের কেপিটিভি স্টুডিওতে গিয়ে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে চাই। 
 
বেভারটনের পুলিশ একটি টিভি সেন্টারের কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে।
 
এই ব্যক্তি ৩০শে এপ্রিল একটি সিনাগগের জানালা ভেঙে তার দেয়ালে স্প্রে করেছিলেন। পরের দিন, পোর্টল্যান্ড ইসলামিক সেন্টারে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে এবং ৪র্থ মে ঘাতক আবারও একটি সিনাগগের পাথর মারে।
 
পোর্টল্যান্ড পুলিশ বলেছে যে, গোয়েন্দারা আরও অভিযোগের সম্ভাবনা উল্লেখ করে ফেডারেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে।
 
সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণের পর স্পষ্ট হয় যে, মাইকেল এসকল ঘটনার সাথ জড়িত রয়েছে এবং এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। iqna
 

 

captcha