IQNA

ইরানের প্রেসিডেন্ট;

ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা করোনাভাইরাসের মতো, বাস্তবের থেকেও ভায় বেশী

20:11 - February 24, 2020
সংবাদ: 2610291
তেহরান (ইকনা)- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন: মার্কিন নিষেধাজ্ঞাগুলি করোনাভাইরাসের মতো, যার ভয় এবং আতঙ্ক বাস্তবতার চেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়নের নিকটে আশা করছি যে, যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে যেন দাঁড়ায়।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে আমেরিকার অন্যায় চাপপ্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইইউ’র উচিত ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আমেরিকার অবৈধ চাপ উপেক্ষা করা।

ইরান সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ রোববার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আহ্বান জানান। হাসান রুহানি বলেন, “আমেরিকার অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে ইইউ শক্ত অবস্থান নেবে বলে ইরান আশা করে।”

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে আমেরিকা খাদ্য ও ওষুধ পর্যন্ত বাদ দেয়নি উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, “এ ধরনের নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদের নামান্তর এবং আমরা আশা করছি ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে তাদের মানবিক দায়িত্ব পালন করবে।” ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, এই সমঝোতা কেবল স্বাক্ষরকারী দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পারে তাই নয় বরং তা গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

সাক্ষাতে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করা তার দেশসহ গোটা ইউরোপীয় ইউনিয়নের মূলনীতি। এ লক্ষ্যে ইউরোপ সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। iqna

 

captcha