IQNA

ইরাকে দায়েশের উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেপ্তার

15:44 - February 24, 2020
সংবাদ: 2610290
তেহরান(ইকনা)- হাশদ আশ-শাবির সেনারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের এক পরিকল্পনাবিদকে গ্রেপ্তার করেছে।

হাশদ আশ-শাবি এক বিবৃতিতে ঘোষণা করেছে: "নেইনাওয়া প্রদেশের অপারেশনস কমান্ড এক বিশেষ অভিযান চালিয়ে দায়েশের এক পরিকল্পনাবিদকে গ্রেপ্তার করেছে"। গ্রেপ্তারকৃত ঐ সন্ত্রাসী বিদেশী বলে জানা গেছে।


এই বিবৃতিতে আরও বলা হয়েছে: গোপন সূত্র এবং বিস্তারিত তথ্যের ওপর ভিত্তি মসুল শহরে করে এই নিরাপত্তা অভিযানটি চালানো হয়েছে।


সম্প্রতি বছরগুলোয় ইরাকে দায়েশের বিরুদ্ধে সেদেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্য থেকে দায়েশ নিধন অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য কমান্ডার কাসেম সোলাইমানির সাথে হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড শহীদ আবু মাহদি আল মুহান্দিসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনীর হামলায় হাশদ আশ-শাবির সাবেক সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হন।


  • আরও পড়ুন:

শহীদ মুহান্দিসের পদে নিয়োগ পেলেন আবু ফাদাক আল-মুহাম্মাদাভি



আবু মাহদি আল-মুহান্দিস শহীদ হওয়ার পর ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড পদে আবু ফাদাক আল-মোহাম্মদাভিকে নিয়োগ দেয়া হয়েছে।


এই উপলক্ষে ইরাকি হিজবুল্লাহ ব্যাটালিয়নস শনিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মোকাবেলা এবং চিরতরে নির্মূল করার জন্য হাশদ আশ-শাবির নতুন সেকেন্ড-ইন-কমান্ডকে সমর্থন করতে হবে। iqna

captcha