IQNA

ব্রিটিশ তেল ট্যাংকার আটক; জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি

5:11 - July 26, 2019
2
সংবাদ: 2608963
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ তেল আটকের কারণ ব্যাখ্যা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরান ওই চিঠিতে বলেছে, ১৯ জুলাই শুক্রবার ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমপেরো হরমুজ প্রণালীতে প্রবেশের পর ইরানের একটি মাছ ধরার নৌকাকে ধাক্কা দেয়। এর ফলে নৌকার আরোহীরা মারাত্মক আহত হয় এবং এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এরপর ইরানি কর্তৃপক্ষ জাহাজে বার্তা পাঠায়, কিন্তু ইরানের বার্তাকে কোনো গুরুত্ব না দিয়ে বিপদজনক উপায়ে জাহাজ এগোতে থাকে। তারা নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়ে তারা এক পর্যায়ে ভয়াবহ পদক্ষেপ নেয় এবং জাহাজের জন্য নির্দিষ্ট লাইন পরিবর্তন করে উল্টো দিকে চলতে থাকে। এভাবে তারা পালানোর চেষ্টা চালায়। এ অবস্থায় ইরান ট্যাংকারটিকে আটক করতে বাধ্য হয়।

ইরান যান চলাচলের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সেখানকার নিরাপত্তা ও আইন রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেল ট্যাংকারটিকে আটক করেছে বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি চিঠিতে উল্লেখ করেছে। এতে আরো বলা হয়েছে, ইরানের বিচার বিভাগের নির্দেশে ওই তেল ট্যাংকারের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে ব্রিটেন যেসব অভিযোগ করেছে সেগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইরান।#

পার্সটুডে/

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
খুব ভাল কাজ করেছে ইরান । ইরানকে ধন্যবাদ জানাই। আরো শক্ত হওয়ার আহ্বান করছি ।
Md Zahid Hasan
0
0
Iran Valo Kaj E Korese.
captcha