IQNA

তেল ট্যাংকার আটকের পরিণতি ভোগ করতে হবে ব্রিটেনকে: রুহানি

21:26 - July 10, 2019
1
সংবাদ: 2608871
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের তেল ট্যাংকার আটকের ঘটনায় ব্রিটেনকে পারণতি ভোগ করতে হবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গত বৃহস্পতিবার জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ মেরিন সেনারা ইরানের একটি সুপার তেল ট্যাংকার আটক করে। এ সম্পর্কে প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) বলেন, “আমি ব্রিটিশদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে, যারা নিরাপত্তা হীনতা সৃষ্টি করছে আপনারা তাদেরই একজন এবং ভবিষ্যতে এর পরিণতি বুঝতে পারবেন।”

রাজধানী তেহরানে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি ব্রিটেনের এ পদক্ষেপকে শিশুসুলভ, ঘৃণ্য ও অন্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন, সমুদ্রপথের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সমস্ত প্রচেষ্টা জোরদার করা উচিত।

ড. রুহানি বলেন, অন্যের হয়ে ব্রিটিশ সরকার ইরানি তেল ট্যাংকার আটক করেছে। স্পেনও একই কথা বলেছে। দেশটি সর্বপ্রথম জানায়, আমেরিকার অনুরোধে ব্রিটিশ সরকার ইরানি তেল ট্যাংকার আটক করেছে। তেল ট্যাংকার আটকের ঘটনায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন উল্লাস প্রকাশ করে টুইটারে পোস্ট দিয়েছেন।    iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lidlmett
0
0
20
captcha