IQNA

ইসরাইলী সেনাদের হামলায় ফিলিস্তিনি শিশুর শাহাদাত

21:38 - January 14, 2019
সংবাদ: 2607738
আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার গাজার বিক্ষোভে ফিলিস্তিনি বাসী অংশগ্রহণ করেছে। এই বিক্ষোভে ইহুদিবদী ইসরাইলী সেনাদের হামলায় এক শিশু আহত হয়েছিল। আহত শিশুটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ মৃত্যুবরণ করেছেন।

ইসরাইলী সেনাদের হামলায় ফিলিস্তিনি শিশুর শাহাদাতবার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদেরেহ বলেন: শুক্রবার (১১ই জানুয়ারি) ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়া শহরে ইসরাইল বিরোধী এক বিক্ষোভে ১৪ বছরের শিশু আব্দুর রাউফ ইসমাইল অংশগ্রহণ করেন। এসময় ইহুদিবদী ইসরাইলী সেনাদের হামলায় আব্দুর রাউফ ইসমাইলে শরীরে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ এই শিশুটি আজ (১৪ই জানুয়ারি) মৃত্যুবরণ করেছেন।
ফিলিস্তিনিবাসীরা "আর্থ ডে"র ৪২তম বার্ষিকী উপলক্ষে গত বছরের মার্চ মাস থেকে প্রতি শুক্রবার ফিলিস্তিনের সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এই বিক্ষোভকে পণ্ড করার জন্য ইসরাইলি সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ফিলিস্তানের ভূমি, বায়ু ও সমুদ্রের অবরোধের করে রেখেছে ইসরাইলিরা। এর ফলে ফিলিস্তিনের ২০ লাখ নাগরিকরা একটি বৃহৎ মানবিক দুর্যোগের মোকাবেলা করছে।
iqna

 

captcha