IQNA

উগান্ডায় কুরআন শিক্ষার পাঠ্যপুস্তক অনুদান করল ইরান

23:41 - November 15, 2018
1
সংবাদ: 2607239
আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে সেদেশের ইমাম সাদিক (আ.) কমপ্লেক্সে ৩০০ খণ্ড ধর্মীয় ও কুরআন শিক্ষার পাঠ্যপুস্তক অনুদান করা হয়েছে।

উগান্ডায় কুরআন শিক্ষার পাঠ্যপুস্তক অনুদান করল ইরানবার্তা সংস্থা ইকনা: উগান্ডায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে মুহাম্মাদ রেজা গাজলসাফালী ১৩ই নভেম্বর কাম্পালা শহরের ইমাম সাদিক (আ.) কমপ্লেক্সে পরিদর্শন করেছেন। এসময় তিনি এই কমপ্লেক্সে ৩০০ খণ্ড ধর্মীয় ও কুরআন শিক্ষার পাঠ্যপুস্তক অনুদান করেছেন।
ইমাম সাদিক (আ.) কমপ্লেক্সে পরিদর্শনকালে মুহাম্মাদ রেজা উক্ত কমপ্লেক্সের শিক্ষকদের সাথে এক সাক্ষাৎকারে ধর্মীয় ও কুরআন শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুদিত গ্রন্থসমূহের মধ্যে উসুলে আকাইদ, আহকাম, ইসলামী ইতিহাস এবং কুরআন শিক্ষার বই রয়েছে। এসকল বই শিক্ষক ও শিক্ষার্থীদের চাহিদা মেটানোর জন্য অনুদান করা হয়েছে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
uyibjuiq
0
0
20
captcha