IQNA

পাকিস্তানে এক জিয়ারতকারীর মৃত্যু

22:47 - October 18, 2018
সংবাদ: 2607041
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জিয়ারতকারীগণ ইরাকে ভ্রমণ করেন। পাকিস্তানের এক নারী ইমাম হুসাইন (আ.)এর জিয়ারতের জন্য ভ্রমণ শুরু করলেও ইহকালে তিনি তার লক্ষ্যে পৌছাতে পারেননি। সিন্ধ প্রদেশের সীমান্তে এক পুলিশের হাতে তিনি নিহত হন।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাবার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের জোবাইদা নামের এক জিয়ারতকারী ২৪শে অক্টোবর সিন্ধ থেকে গুলিস্তানে প্রবেশ করার পথে নিহত হয়েছেন।
পাকিস্তানের অধিকাংশ কাফেলা আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য ইরাকের উদ্দেশ্য রওনা হয়েছেন এবং তারে সকলকেই কোয়েটা শহর অতিক্রম করতে হয়। স্থলপথে কোয়াটা শহর অতিক্রম করে যিয়ারতকারীগণ ইরানে প্রবেশ করে এবং পরবর্তীতে তরা ইরাকে উদ্দেশ্যে ইরান ত্যাগ করেন। তবে এক কাফেলার সীমান্ত অতিক্রমের অনুমতি না থাকার কারণে তাদেরকে সীমান্ত অতিক্রমের অনুমতি দেওয়া হয় না। সীমান্তের পুলিশ বলেছে অনুমতি নেওয়ার জন্য গুলিস্তান প্রদেশে যেতে হবে।
এরপর এই কাফেলা সিন্ধ থেকে গুলিস্তানের উদ্দেশ্য রওনা হয়। কিন্তু পথমধ্যে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তাদের ভ্রমণের পাস নেওয়ার জন্য সেখানে জিয়ারতকারী ও পুলিশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় এক পুলিশ জোবেদা খানমকে ধাক্কা দেয় এবং এরফলে একটি গাড়িতে তার আঘাত লাগার ফলে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনাটি সিন্ধ ও গুলিস্তানের সীমান্তে ঘটে।
iqna

 

captcha