IQNA

ইসলাম সম্পর্কে একজন খ্রিস্টান অধ্যাপকের কালজয়ী বই

15:33 - October 18, 2018
সংবাদ: 2607037
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি ধর্ম। কেন এমনটি হচ্ছে? ইসলাম এবং খ্রিস্টানিটির মধ্যকার মূল পার্থক্য গুলোইবা কি? কেন এ বিষয়টি গুরুত্বপূর্ণ? এসব প্রশ্নের উত্তরসহ আধুনিক খ্রিস্টানদের মনে উদয় হওয়া এরকম হাজারো প্রশ্নের উত্তর দেয়ার জন্য একটি বই লিখা হয়েছে। আর এই বইটির নাম হচ্ছে- ‘THE CRUCIFIX ON MECCA’S FRONT PORCH’।

বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের আরবি, ইসলামিক এবং মধ্যপ্রাচ্য সম্পর্কিত বিভাগের পরিচালক ড. ডেভিড পিনাউল্ট ‘THE CRUCIFIX ON MECCA’S FRONT PORCH’ নামের বইটির লেখক। তিনি বইটিতে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যকার মূল পার্থক্য গুলো তুলে ধরতে সচেষ্ট হয়েছেন।

ড. ডেভিড পিনাউল্ট জোর দিয়ে বলেন, তার নতুন বইতে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যকার যে পার্থক্য গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা পাঠের মাধ্যমে একজন পাঠক ইসলাম ধর্ম সম্পর্কে শুধুমাত্র একটি গভীর ধারণাই লাভ করবে না বরং একজন খ্রিস্টান তার ধর্ম বিশ্বাস সম্পর্কে নতুনভাবে বুঝতে শিখবে।

ড. ডেভিড পিনাউল্ট বেশ কয়েকটি মুসলিম দেশে কর্মরত ছিলেন। এর মধ্যে তিনি পাকিস্তান, ইয়েমেন, মিশর এবং ইন্দোনেশিয়ায় সফর করেছেন এবং সেখানকার নিগৃহীত খ্রিস্টানদের জন্য কাজ করেছিলেন। তিনি তার ‘THE CRUCIFIX ON MECCA’S FRONT PORCH’ নামক বইতে এসব মুসলিম দেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ড. ডেভিড পিনাউল্ট তার বইতে বিভিন্ন ইসলামিক সংস্কৃতিগুলো তুলে ধরেছেন এবং যিশু সম্পর্কে ইসলাম ধর্মের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। একই সাথে বিশ্বের মিলিয়নেরও অধিক মানুষ কেন ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা অনুভব করেন তা তুলে ধরেছেন। তার এই বইটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন ইসলাম এবং খ্রিস্টান ধর্মকে মানুষের সামনে ভুলভাবে ব্যাখ্যা করা শুরু হয়েছে।

‘Closing of the Muslim Mind’ নামক বই এর লেখক রবার্ট রেইলি বলেন- ‘ড. ডেভিড পিনাউল্ট তর্কের ঊর্ধ্বে থেকে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মূল পার্থক্যগুলো তুলে ধরেছেন। বিশেষত যিশু কে ছিলেন এবং তার পরিচয় কি, সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। এই বইটি একদম সাধারণ পাঠক থেকে বিশেষজ্ঞ যে কোনো পাঠকের জন্য অপরিহার্য।’

সূত্রঃ ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ ড. ডেভিড পিনাউল্ট একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি প্রধানত ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যকার মূল পার্থক্যগুলো তুলে ধরতে প্রচেষ্টা চালিয়ে থাকেন।

captcha