IQNA

বোমা হামলায় নিহত হলেন আফগানিস্তানের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী

23:26 - October 17, 2018
সংবাদ: 2607029
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বোমা বিস্ফোরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আরো এক প্রার্থী নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে গত দু মাসে নির্বাচনের মোট ১০ প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলেন।

বার্তা সংস্থা ইকনা: আজকের (বুধবার) হামলায় নিহত হয়েছেন আবদুল জাবার কাহারামান নামে এক প্রার্থী। তিনি হেলমান্দে তার নির্বাচনী প্রচারণা অফিসে ছিলেন এবং তার চেয়ারের নিচেই আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বোমা বিস্ফোরণের ফলে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আবদুল জাবার কাহারামান। এছাড়াও হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। হেলমান্দ গভর্নরের মুখপাত্র ওমর জাওক বলেছেন, বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্তে কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এই হামলার সাথে  তালেবান যুক্ত রয়েছে।
আফগান জাতীয় নির্বাচনের ১০ প্রার্থী নিহত হওয়ার পাশাপাশি দুই প্রার্থীকে অপহরণ করা হয়েছে এবং আরো চারজন সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাকহার প্রদেশে এক নির্বচানী সমাবেশে বোমা হামলায় ২২ জন নিহত হয়। আফগান জনগণকে এ নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছে তালেবান।
iqna

captcha