IQNA

ইয়েমেনে ইসরাইলি স্টাইলে গুপ্তহত্যা: সন্ত্রাসী ভাড়া করেছে আমিরাত

21:32 - October 17, 2018
সংবাদ: 2607025
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের অপছন্দনীয় নেতাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের স্টাইলে গুপ্তহত্যা চালানোর জন্য মর্কিন নিরাপত্তা ঠিকাদারদের ভাড়া করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ সাল থেকে দেশটি এ ঘৃণ্য অপরাধ চালিয়ে আসছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মার্কিন গণমাধ্যম ‘বাজফিড’ গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার স্পেয়ার অপারেশন্স গ্রুপের সদস্যরা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করছে। পার্সটুডে

গ্রুপের প্রতিষ্ঠাতা আব্রাোম গোলান বলেন, “ইয়েমেনে টার্গেটেড কিলিং কর্মসূচি চলছে। এটা অব্যাহত আছে এবং আমরা করেছি। একটা জোটের আওতায় এ কাজ চলছে।” এ জোট বলতে আব্রাহাম গোলান সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে বুঝিয়েছেন। ২০১৫ সাল থেকে এ জোট ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

সংযুক্ত আরব আমিরাত সর্বপ্রথম ইয়েমেনের আল-ইসলাহ সংগঠনের স্থানীয় নেতা আনসাফ আলী মায়োকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হত্যা করে। আল-ইসলাহর মুখপাত্র বাজফিডকে বলেন, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মার্কিন ভাড়াটে গ্রুপটি সে সময় আল-ইসলাহর কার্যালয়ে গোপনে বোমা পেতে হত্যাকাণ্ডটি সংঘটিত করে। তারপর এ পর্যন্ত ২০ থেকে ৩০টি গুপ্তহত্যার ঘটনা ঘটেছে।

captcha