IQNA

সব থেকে বেশী ফজিলতপূর্ণ মানুষ কারা?

10:31 - October 13, 2018
সংবাদ: 2606982
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) সব থেকে বেশী ফজিলতপূর্ণ মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষ শুধুমাত্র ইমাম আলীর জীবদ্দশাতেই নয় বরং তার শাহাদতের পরও এবং সর্বদা তার নুরানি বাণী থেকে লাভবান হচ্ছে এবং হবে।

তিনি বলেন, লোকমান হাকিমের কাছে জিজ্ঞাসা করা হল সব থেকে ফজিলতপূর্ণ মানুষ কারা? তিনি বললেন: যার অনেক সম্পদ আছে।

আবার প্রশ্ন করা হল পার্থিব সম্পদ?

তিনি বললেন: না বরং জ্ঞান ও প্রজ্ঞা। যদি কেউ তার কাছে কোন বিষয় জানতে চায় সে তার সকল কিছুর জবাব দিতে পারে এবং আর সে নিজেও তার জ্ঞানকে সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারে।

সুতরাং জ্ঞানী ব্যক্তিরাই সব থেকে উত্তম এবং ফজিলতপূর্ণ মানুষ। আর একারণে। মহান আল্লাহ বলেছেন: তোমরা যদি না জান তাহলে জ্ঞানীজনদের কাছ থেকে যেনে নাও।

captcha