IQNA

সৌদি আরবের সমালোচনা করায় যুক্তরাজ্যে মসজিদের পেশ ইমাম বহিষ্কার

23:44 - October 12, 2018
সংবাদ: 2606975
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের অর্থায়নে পরিচালিত লন্ডনের একটি মসজিদের পেশ ইমাম সৌদি আরবের হুকুমত বিশেষ করে ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সমালোচনা করেছেন। এই সমালোচনা করার জন্য মসজিদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি আরবের সমালোচনা করায় যুক্তরাজ্যে মসজিদের পেশ ইমাম বহিষ্কারবার্তা সংস্থা ইকনা: লন্ডনের ফিৎসরোয়ায় মসজিদে দীর্ঘ দিন যাবত আজমাল মাসরুর পেশ ইমামের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু কয়েক দিন পূর্বে তিনি ফেইসবুকে তার নিজস্ব পেজে সৌদি হুকুমতকে দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী এবং ইসলামের পরিপূর্ণ বিরোধী বলে অভিহিত করছেন। তার এধরণের মন্তব্যের জন্য তাকে মসজিদের পেশ ইমামের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও তিনি বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগে রাজনৈতিক কর্মী ও ইসলামী পণ্ডিতদের গ্রেপ্তারের জন্য ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সমালোচনা করেন।
বিশ্ব মুসলিম অ্যাসোসিয়েশনের (Muslim World League) তত্ত্বাবধায়নে পরিচালিত ফিৎসরোয়ার মসজিদের তহবিল সরাসরি রিয়াদ থেকে প্রদান করা হয়।
আজমাল মাসরুর বিশ্বাস করেন সৌদি আরবের সমালোচনা করার জন্য তাকে অপসারণ করা হয়েছে। এব্যাপারে তিনি বলেন: যখন (মসজিদ কর্তৃপক্ষের নিকট) জিজ্ঞাসা করলাম, কেন আমাকে বহিষ্কার করা হয়েছে? তারা আমাকে বলল: উপর থেকে এই নির্দেশ এসেছে। অন্য কথায় বলতে হয় যে, সৌদি সরকার আমাকে বহিষ্কার করার জন্য আহ্বান জানিয়েছে।
তিনি বলেন: বিগত কয়েক বছর বেশ কয়েকবার আমাকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে, আমি যেন সৌদি রাজা এবং সেদেশের সরকারের বিরুদ্ধে কোন কথা না বলি। অবশেষে মসজিদের কর্তৃপক্ষদের সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আমি মসজিদে নামাজের খুতবায় সৌদি আরবের কোন সমালোচনা করবো না। তবে সামাজিক নেটওয়ার্কে আমি আমার মতামত প্রকাশ করবো।
iqna

 

captcha