IQNA

চীনের মুসলিম নেতার দাফনে ৩ লাখ মুসলমানের উপস্থিত

21:37 - July 22, 2018
1
সংবাদ: 2606274
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মুসলিম নেতা মরহুম "আল্লামা দোং গুয়ান আব্দুল্লাহ"র দাফনের অনুষ্ঠানে তিন লাখ মুসলমান অংশগ্রহণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনিংয় শহরে মুসলমানদের কবরস্থানে মুসলিম নেতা মরহুম "আল্লামা দোং গুয়ান আব্দুল্লাহ"কে দাফন করা হয়েছে।
১৯৩৬ সালে তিনি জন্মগ্রহণ করেছেন। ইসলামের সেবায় তার জীবনকে তিন অতিবাহিত করেছেন। ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।
তিনি অধিকাংশ সময় মসজিদে অতিবাহিত করেছেন এবং তার ক্লাসে অংশগ্রহণ করে হাজার হাজার মুসলমান আলেম এবং মুবাল্লিগ হয়েছেন।
আল্লামা দোং গুয়ান আব্দুল্লাহ'র পিতাও একজন আলেম ছিলেন। তিনি ইসলামী-আরবি মাদ্রাসার প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আল্লামা দোং গুয়ান আব্দুল্লাহ ১৩ বছর বয়সে তার পিতার নিকটে ইসলামী জ্ঞান অর্জন করেছেন।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
troyxrnp
0
0
20
captcha