IQNA

দোয়ার সময় যে বিষয়গুলো মেনে চলা জরুরী

1:38 - April 16, 2018
সংবাদ: 2605528
আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা প্রত্যেক মু'মিনের একান্ত কাম্য। কিন্তু এ দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেগুলো যথাযথভাবে মেনে চলা একান্ত জরুরী।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পরম করুণাময় আল্লাহর দরবারে কিভাবে দোয়া করতে হবে এবং কিভাবে দোয়া করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব হবে এবং সঠিকভাবে দোয়ার নিয়ম কি? এগুলো এমনই প্রশ্ন যা প্রত্যেক মু'মিনের মনে কথা। তাই আমরা এ বিষয়ে বিশ্বখ্যাত আরেফ ও সাধক হযরত আয়াতুল্লাহ আল উযমা মির্যা জাওয়াদ আগা মালেকী তাবরীজির কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি-

দোয়ার শুরুতে আল্লাহর হামদ ও গুণকীর্তন করা এবং নিজের কৃত গুনাহের স্বীকার করা এবং সেগুলো ক্ষমার জন্য প্রার্থনা করা।

আল্লাহর দরবারে মোনাজাত ও দোয়ার ক্ষেত্রে বারবার একই বিষয় আল্লাহর নিকট চাওয়া এবং পুনরাবৃত্তি করা।

একান্তে ও একাগ্রে আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করা।

দোয়ার সময় প্রথমে অন্যান্য মু'মিন ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া এবং তারপর নিজের জন্য দোয়া কামনা করা। তাহলে আল্লাহর দরবারে দ্রুত দোয়া কবুল হয়।

দোয়ার সময় বিশেষভাবে আকুতি-মিনতি করা এবং যেভাবে একজন মুখাপেক্ষী অমুখাপেক্ষী কারও নিকট প্রার্থনা করে। অর্থাৎ বিশেষ বিনয় ও নতজানুর সাথে দোয়া চাওয়া।

দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়ার শুরুতে ও শেষে রাসূল (সা.) ও তার পবিত্র আহলে বাইতের (আ.) প্রতি দরুদ শরিফ পাঠ করা। দরুদ শরিফের অর্থ হচ্ছে – হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সা.) ও তার বংশধরের প্রতি শান্তি বর্ষণ কর।

captcha