IQNA

৭০ আইএসকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ

1:37 - April 16, 2018
সংবাদ: 2605524
আন্তর্জাতিক ডেস্ক: পৃথক অভিযানে ৭০ জন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের মধ্য অ্যানাটোলিয়ায় এস্কিসেহর প্রদেশের ৯টি জায়গায় আইএস’র ঘাঁটিগুলিতে অভিযান চালায় তুরস্ক পুলিশ। এ সময় আইএস’র শীর্ষ নেতাসহ ১০ জন বিদেশি জঙ্গি গ্রেপ্তার হয়।



বার্তা সংস্থা ইকনা: জঙ্গিরা সবাই ইরাকের বলে জানিয়েছে পুলিশ। ইস্তানবুলে পৃথক অভিযানে আরও ৫১ জন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। পশ্চিমে ইজমির প্রদেশ থেকেও তল্লাশি চালিয়ে ৮ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। পূর্বাংশে মালাত্যায় প্রদেশে এক আইএসপন্থী নেতাকে আটক করে পুলিশ।

সেই জঙ্গিরা সবাই বিদেশি বলেই জানানো হয়েছে তুরস্ক পুলিশেরর তরফ থেকে। ইস্তানবুলের আরও ৬টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, নথিপত্র, ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্কও উদ্ধার করেছে পুলিশ।

জঙ্গিদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তুরস্ক পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই তুরস্কে বড়সড় হামলা চালানোর ছক কষছিল। আরটিএনএন

captcha