IQNA

মার্কিন বিমান হামলায় নিন্দা জানিয়েছে সিরিয়া

0:13 - April 15, 2018
সংবাদ: 2605522
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সকালে ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট দ্বারা ট্রিপল আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে।



বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সিরিয়ায় আমেরিকা এবং তার মিত্রদের জোট আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে।
এছাড়াও এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দাবী করেছে এই মন্ত্রণালয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসীদের দখলকৃত অঞ্চলগুলো থেকে তাদের বহিষ্কার করার জন্য সিরিয়ার সেনাবাহিনীরা যে অগ্রগতিতে হামলা চালাচ্ছে তার প্রতিরোধের জন্য আমেরিকা এবং তার মিত্ররা এধরণের জোট আক্রমণ চালিয়েছে।
উল্লেখ্য, গতকাল ভোরে সিরিয়ার বেশ কয়েকটি প্রদেশের ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিপল আক্রমণ চালায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এই হামলায় ১০০টি ক্ষেপণাস্ত্র সিরিয়ায় নিক্ষেপ করা হয়।
iqna

 

captcha