IQNA

মসজিদের পেশ ইমামকে পবিত্র কুরআন উপহার দিলেন যাজক

23:46 - January 14, 2018
সংবাদ: 2604792
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের শারকিয়া প্রদেশে নবনির্মিত একটি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে সেদেশের এক পুরোহিত উক্ত মসজিদের পেশ ইমামকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন।

 মসজিদের পেশ ইমামকে পবিত্র কুরআন উপহার দিলেন যাজক

বার্তা সংস্থা ইকনা: মিশরের শারকিয়া প্রদেশের জাকাজিক শহরের 'আর-রহমান' মসজিদটি ১২ই জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শারকিয়ার গভর্নর খালিদ সাঈদ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সেদেশের এক পুরোহিতও উপস্থিত ছিলেন। তিনি মসজিদের পেশ ইমামকে পবিত্র কুরআনের এক খণ্ড পাণ্ডুলিপি উপহার দেন।

উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় তিনি বলেন: "আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বিশ্ববাসীকে এটা জানাতে যে, এদেশের মুসলমান এবং কপ্টিক খ্রিস্টানরা স্থিতিশীলতা, শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য সহমর্মিতা ও একতা বজায় রাখার চেষ্টা করছে।"

মিশরের শারকিয়া প্রদেশের গভর্নর খালিদ সাঈদ বলেন: "মিশরে যতক্ষণ মুসলিম ও খৃষ্টানরা এভাবে ঐক্যের ছায়াতলে থাকে এবং একে অপরের দুঃখে এবং সুখে পাশাপাশি থাকে তাহলে আমাদের দেশ নিরাপদে থাকবে।

উল্লেখ্য, মিশরের শারকিয়া প্রদেশের জাকাজিক শহরের 'আর-রহমান' মসজিদটি ১২ই জানুয়ারি উদ্বোধন হয়েছে। মসজিদটি ২২০ বর্গমিটার জমির উপর নির্মাণ করা হয়েছে। এই মসজিদটিতে একসাথে ৩৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পরবেন।

iqna

 

 

captcha