IQNA

যায়নবাদীদের নির্দেশে;

এবার আল-আকসা মসজিদে বৃদ্ধার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা

15:25 - January 14, 2018
সংবাদ: 2604786
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ৬১ বছরের এক বৃদ্ধাকে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি ইহুদিবাদী নিরাপত্তা বাহিনী। সেদেশে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ এবং ফিলিস্তিনের পতাকা বহন করার জন্য তাকে আল-আকসা মসজিদে ১৫ দিন প্রবেশ করতে দেবে না।

আল-আকসা মসজিদে বৃদ্ধার প্রবেশের বাধা হলো ইসরাইল
বার্তা সংস্থা ইকনা: পূর্ব জেরুজালেমের বাসিন্দা ফিলিস্তিনি বৃদ্ধা মহিলা আমিরা আল-হজ খালিদ। দুই সপ্তাহ পূর্বে ট্রাম্পের সিদ্ধান্তের (জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা) বিরুদ্ধে বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আমিরা আল হাজ খালিদ অংশগ্রহণ করেছিলেন। তখন তিনি যায়নবাদী পুলিশের হাতে বন্দি হন।
তাকে বন্দি করার পর জিজ্ঞাসাবাদের কেন্দ্রে স্থানান্তর করা হয় এবং তার জন্য দুই সপ্তাহ আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
উল্লেখ্য, বিক্ষোভ চলাকালীন সময় ইহুদিবাদী নিরাপত্তা বাহিনী ট্রাম্পের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে ৫ জন বিদেশী এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবকদের গ্রেফতার করেছে।
iqna

captcha